টেস্ট থেকে অবসর নিচ্ছেন মঈন আলী

টেস্ট থেকে অবসর নিচ্ছেন মঈন আলী

ইংলিশ ক্রিকেটার মঈন আলী

ওয়ানডে ক্রিকেটে আরও বেশি মনোযোগ দিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী। আসন্ন অ্যাশেজের আগে যা ইংল্যান্ডের জন্য বড় দুঃসংবাদ।

ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ইতোমধ্যেই হেড কোচ ক্রিস সিলভারউড ও অধিনায়ক জো রুটকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মঈন। শিগগিরই দিতে পারেন অবসরের ঘোষণা।

উল্লেখ্য, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মঈন আলীর। পরে ১১ দিনের ব্যবধানে টি-টোয়েন্টি আর চার মাস ব্যবধানে টেস্ট অভিষেক হয়।

ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্টে ১১১ ইনিংস ব্যাট করে করেছেন ২৯১৪ রান। ক্যারিয়ার সেরা ১৫৫* ছাড়াও ২৮.২৯ গড়ে করেছেন আরো চারটি শতক। ফিফটি আছে ১৪ টি। বল হাতেও দারুণ কাজ করেছেন এই অলরাউন্ডার। ৩৬.৬৬ গড়ে শিকার করেছেন ১৯৫ উইকেট।