ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ইফার কর্মসূচি

ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ইফার কর্মসূচি

ফাইল ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে ইসলামিক ফাউন্ডেশন। আজ মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে কর্মসূচির উদ্বোধন করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে:

১. গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে কোরআনখানি ও দোয়া মাহফিল।

২. বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ১৫ দিনব্যাপী বাদ মাগরিব ও বাদ এশা দেশবরেণ্য বিশিষ্ট আলেমগণের ওয়াজ।

৩. ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী মহানবি (সা.)-এর জীবন ও কর্মের ওপর সেমিনার।

৪. স্কুল, কলেজ, আলিয়া, কওমি মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় হচ্ছে- কেরাত, আজান, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, রচনা লিখন ও খুতবা লিখন।

৫. বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ১৯ অক্টোবর থেকে পক্ষকালব্যাপী ইসলামি বইমেলার আয়োজন করা হবে। আজ বাদ আসর বইমেলার উদ্বোধন করবেন ধর্ম প্রতিমন্ত্রী।

৬. বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কেরাত মাহফিল, হামদ-নাত ও স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। এখানে দেশের প্রখ্যাত কারি ও শিল্পীরা অংশগ্রহণ করবেন।

কেন্দ্রীয়ভাবে এসব অনুষ্ঠান ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।