বিশ্বে করোনায় প্রাণহানি কমেছে, বেড়েছে সংক্রমণ

বিশ্বে করোনায় প্রাণহানি কমেছে,  বেড়েছে সংক্রমণ

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় ৭ হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ৮০০ জন। একই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ১৮১ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ২ হাজার।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৬২ লাখ ৬২ হাজার ৯১৯ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ৪৯ লাখ ৯৬ হাজার ৩৩৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ কোটি ৩১ লাখ ৪৯ হাজার ১৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। করোনায় শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে এবং মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে রাশিয়া। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।