ময়মনসিংহে চিকিৎসকসহ নতুন করে আক্রান্ত

ময়মনসিংহে  চিকিৎসকসহ নতুন করে আক্রান্ত

ফাইল ছবি

ময়মনসিংহ প্রতিনিধি: দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে মরণ ব্যাধি করোনা ভাইরাস,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিসাধীন অবস্থায় করোনা ভাইরাসে স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডাঃ জাহেদুল ইসলাম এবং উপসর্গে আরো ৪জন মারা গেছে। গত চব্বিশ ঘন্টায় ভাইরাস পরীক্ষায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে চিকিৎসকসহ ১১৪ জনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডাঃ মহি উদ্দিন খান মুন জানিয়েছেন গতচব্বিশ ঘন্টায়  হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডাঃ জাহেদুল ইসলাম এবং করোনা উপসর্গে আশালতা সরকার(৬৮),মিম(১৮), হালিম(৬০) ও সামাদ(৫৫) নামের আরো চারজন মারা গেছেন। ডাঃ জাহেদুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক শিক্ষাথী।

ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাস পরীক্ষায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৭৭জনের নমুনা পরীক্ষায় চিকিৎসকসহ ১১৪জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ গেছে। জেলায় করোনা ভাইরাস  আক্রান্তের হার ৩০.২৩% বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে।