মমেকে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু,আক্রান্ত ২৬০

মমেকে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু,আক্রান্ত ২৬০

ফাইল ছবি

ময়মনসিংহ প্রতিনিধি: মরণ ব্যাধি করোনা ভাইরাস দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মচিমহায়) করোনা ইউনিটে চিকিসাধীন অবস্থায় করোনা ভাইরাসের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। গত চব্বিশ ঘন্টায় ৬৬৮ জনের ভাইরাস পরীক্ষায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে চিকিৎসক,নার্স ও র‌্যাবের সদস্যসহ ২৬০ জনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডাঃ মহি উদ্দিন খান মুন জানিয়েছেন গতচব্বিশ ঘন্টায়  হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গে মোবারক আলী(৭৫) পাপিয়া আক্তার (৭০) ও নাসিমুদ্দিন (৭০) নামে তিনজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাস পরীক্ষায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬৬৮জনের নমুনা পরীক্ষায় চিকিৎসক,নার্স ও র‌্যাবসহ ২৬০জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ গেছে। জেলায় করোনা ভাইরাস  আক্রান্তের হার ৩৯% বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে