কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো করোনায় আক্রান্ত

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো করোনায় আক্রান্ত

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি ভ্যাকসিনের দুইটি ডোজই নিয়েছিলেন।টুইট করে ট্রুডো বলেছেন, ''আমি ভালো আছি। স্বাস্থ্যবিধি মেনে আমি এই সপ্তাহটা দূরে বসেই কাজ করব। প্রত্যেকে দয়া করে টিকা নিন এবং বুস্টার ডোজ নিন।''

গত বছর ট্রুডো ভ্যাকসিন নিয়েছিলেন। এই বছর জানুয়ারিতে তিনি বুস্টার ডোজও নিয়েছেন।ট্রুডো যখন এই কথা বলছেন, তখন কানাডায় ভ্যাকসিন নেয়া, মাস্ক পরা, লকডাউন ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছেন প্রচুর মানুষ।প্রতিবাদকারীদের বলা হচ্ছে ফ্রিডম কনভয়। তারা ট্রাক দিয়ে পার্লামন্টের আশপাশে রাস্তা বন্ধ করে দিয়েছেন।

ট্রুডো ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ''কিছু বিক্ষোভকারী যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন, তা দেখে ক্যানাডার মানুষ রীতিমতো স্তম্ভিত ও বিরক্ত। কিছু বিক্ষোভকারী ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে প্রস্রাব করছেন, কয়েকজন অজানা সেনার সমাধিতে নেচেছেন। এটা মেনে নেয়া যায় না।''

সূত্র : ডয়েচে ভেলে