মুন্সিগঞ্জে ১২ মণ জাটকা জব্দ, আটক দুই

মুন্সিগঞ্জে ১২ মণ জাটকা জব্দ, আটক দুই

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদরে পৃথক অভিযানে ১২ মণ জাটকা জব্দ করা হয়েছে । মৎস্য অফিস, উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।  এসময় জাটকা পরিবহনকারী দুই ব্যক্তিকে আটক করা হয়। 

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকালে সদর উপজেলার মুক্তারপুর সেতুর টোলপ্লাজা ও মিরকাদিম কাঠপট্টি মাছ বাজারে অভিযানে এসব মাছ জব্দ করা হয়। জব্দ করা মাছের বাজার মূল্য ১লাখ ৭২হাজার টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুল ইসলাম জানান, জাটকা মজুদ ও সরবরাহের গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালানো হয়। মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় অভিযানে ৭ মণ জাটকা সহ দুই ব্যক্তিকে আটক করা হয়। মিরকাদিম কাঠপট্টি এলাকায় অপর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫মণ জাটকা জব্দ করা হয়। জব্দ করা মাছ গুলো শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় এতিমখানা ও গরীব অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

আটকদের প্রতি জনকে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা করে মোট ১০হাজার টাকা জরিমানা করেছে।এই আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার।