শ্রীলংকায় ওষুধের অভাবে করোনার চেয়েও বেশি মৃত্যু হতে পারে

শ্রীলংকায় ওষুধের অভাবে করোনার চেয়েও বেশি মৃত্যু হতে পারে

ছবি: সংগৃহীত

আর্থিক সংকটে জর্জরিত শ্রীলংকার রাজনৈতিক সংকটও বাড়ছে। আর্থিক ও রাজনৈতিকভাবে ধুঁকতে থাকা দেশটিতে এবার জরুরি ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দ্রুত ফুরিয়ে আসছে। ওষুধের নতুন চালান না এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করে চিকিৎসকরা জানান, চিকিৎসার অভাবে করোনার চেয়েও অনেক বেশি মানুষের মৃত্যু হতে পারে। খবর টাইমস নাউ ও দ্য গার্ডিয়ানের।

দুই সপ্তাহ ধরে দ্বীপরাষ্ট্র শ্রীলংকায় বিদ্যুৎ উৎপাদন প্রায় বন্ধ রয়েছে। দিনে ১৩ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলো। বিদ্যুতের অভাবে অত্যাবশ্যকীয় চিকিৎসা পরিষেবা থমকে পড়েছে। খাদ্যসামগ্রীর দামও ক্রমশ ঊর্ধ্বমুখী। এসব কারণেই চিকিৎসকদের আশঙ্কা-দেশে বহু প্রাণহানি ঘটতে পারে। শ্রীলংকান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে-অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দরকারি ওষুধ কিছুই আর দেশে মজুত নেই। অ্যানেস্থেশিয়া ওষুধের সংকট থাকায় খুব প্রয়োজন না হলে অস্ত্রোপচারও করা হচ্ছে না।