বিক্ষোভস্থলেই শ্রীলংকায় নববর্ষ উদযাপন

বিক্ষোভস্থলেই শ্রীলংকায় নববর্ষ উদযাপন

ছবি: সংগৃহীত

শ্রীলংকায় বিক্ষোভকারীরা কলম্বোয় প্রেসিডেন্টের কার্যালয়ের কাছে কয়েকদিন ধরে টানা আন্দোলন করছেন। আর সেই আন্দোলনস্থলেই তারা এবার দেশীয় রীতিতে নববর্ষ পালন করেছেন। বৃহস্পতিবার ভোরে আন্দোলনস্থলে কাঠের টুকরো দিয়ে আগুন জ্বেলে তাতে ছোট্ট একটি পাত্রে দুধ গরম করে নববর্ষ পালনের আনুষ্ঠানিকতার সূচনা করেন দেশটির বাসিন্দা ডিলানি জয়ারত্নে। দেশটির সিংহল এবং তামিল জনগোষ্ঠীরাও নববর্ষ পালন করেছেন।

নিজ নিজ বাড়িতে প্রাচীন রীতি মেনেই এবারও তারা বছরের প্রথম দিনের সূর্যকে স্বাগত জানিয়েছে। শ্রীলংকায়  নববর্ষকে  আলুথ আবুরুদ্ধাও বলা হয়। মূলত সিংহালিজদের উৎসব হলেও দেশটির সকল মানুষ উদযাপনে সামিল হন।

বাংলাদেশের মতো ১৪ এপ্রিল দিনটিতে শ্রীলংকায় সরকারি ছুটি থাকে। এই দিনে তারা উৎসবমুখর পরিবেশে নববর্ষ পালন করেন। উৎসব চলে এক সপ্তাহ ধরে! উৎসবে নানা রকম পিঠা, মিষ্টি আর পায়েস বানানো হয়। বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হয়। যেমন - গরুর দৌড়, হাওয়ায় ছুড়ে মারা ডিম ধরা, ফসলি মাঠে কাদা খেলা এমন আরো অনেক লোকজ খেলা। পাশাপাশি বিক্ষোভও করে যাচ্ছেন।