যশোরে জেলি মেশানো অবস্থায় ২ টন চিংড়ি জব্দ

যশোরে জেলি মেশানো অবস্থায় ২ টন চিংড়ি জব্দ

ছবি- নিউজজোন বিডি

যশোর প্রতিনিধি:যশোরে জেলি মেশানো অস্বাস্থ্যকর চিংড়ি বাজারজাত করার অভিযোগে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা এবং ২ টন চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেঃ কমান্ডার এম নাজিউর রহমান জানান,চিংড়ি মাছে ইঞ্জেকশনের মাধ্যমে জেলি পুশ করে মাছের ওজন বৃদ্ধি করে অস্বাস্থ্যকরভাবে বাজারজাত করার উদ্দেশ্যে, ৩ ট্রাক ভর্তি চিংড়ি মাছ খুলনার ডুমুরিয়া থেকে যশোর হয়ে ঢাকার কাওরান বাজারে পাঠানো হচ্ছে,এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও জেলা মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সর্দারের সমন্বয়ে একটি অভিযানিক দল আজ গভীর রাতে যশোর সদর উপজেলার বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে, যশোর-মাগুরা সড়কে ৬৩ টি ককসিট ভর্তি জেলি পুশ করা ৩ ট্রাক চিংড়ি মাছ আটক করে। চিংড়ি গুলিতে জেলি মেশানোর প্রমান পাওয়ায় চিংড়ি মাছের মালিক খুলনা জেলার ডুমুরিয়ার শাহপুরের বাসিন্দা মহিতোষকে এক লক্ষ টাকা,অপর ট্রাকে পাওয়া চিংড়ির মালিক যশোর জেলার মণিরামপুর উপজেলার কাপালিয়ার বাসিন্দা মোঃ হোসাইনকে ৩০ হাজার টাকা ,এছাড়া সাতক্ষীরা কালিগঞ্জের মুনসুর আলী,এশার আলী,মোঃ রানা,আমিরুল ইসলাম , আবদুর রহমান এবং একই জেলার শ্যামনগরের বিকাশ আলী প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ২০ হাজার টাকা সর্বমোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। চিংড়ি গুলির আনুমানিক ওজন ২ মেঃটন এবং মূল্য আনুমানিক পনের লক্ষ টাকা। পরে মাছ গুলিকে ধ্বংস করা হয়।