বিবাদ বন্ধ করে অবরোধ আরোপ করতে ইইউ’র প্রতি জেলোনস্কির আহ্বান

বিবাদ বন্ধ করে অবরোধ আরোপ করতে ইইউ’র প্রতি জেলোনস্কির আহ্বান

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আভ্যন্তরীণ ঝগড়া বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, এ কারণে কেবল মস্কোই উপকৃত হবে।

তিনি রাশিয়ার ওপর আরো অবরোধ আরোপ করতে ইইউ’র প্রতি আহ্বান জানান।

ব্রাসেলসে ইইউ সম্মেলনে সোমবার ভিডিও লিংকের মাধ্যমে যোগ দিয়ে জেলনস্কি আরো বলেন, ইউরোপকে সব ধরনের ঝগড়া অবশ্যই বন্ধ করতে হবে। আভ্যন্তরীণ বিবাদ কেবল রাশিয়াকে আপনাদের ওপর চাপ বাড়াতে উৎসাহিত করবে।

তিনি বলেন, এখন সময় আলাদা না হয়ে, বিচ্ছিন্ন না হয়ে এক হয়ে যাওয়ার।

রাশিয়ার তেলসহ নতুন করে আরো অবরোধ আরোপের জন্য তিনি ইইউ’র প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, রাশিয়ার ওপর আরো অবরোধ আরোপ নিয়ে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। মস্কোর ওপর তেল নিয়ে বিধি নিষেধ আরোপে হাঙ্গেরি সমর্থন দেবে না বলে জানিয়েছে।

এ প্রসঙ্গে জেলোনস্কি বলেন, রাশিয়াকে প্রতিরোধের কার্যকর উপায় বৃহত্তর ঐক্য। ঐক্য কতোটা গুরুত্বপূর্ণ তা কিয়েভ রুশ আগ্রাসনের বিরুদ্ধে জোরালোভাবে দেখিয়ে দিয়েছে।

এদিকে ইইউতে ইউক্রেনের সদস্য পদ লাভের বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস’র মন্তব্যে ক্ষুদ্ধ ইউক্রেন। তিনি বলেছেন, রুশ আগ্রাসন সত্ত্বেও কিয়েভের ইইউতে যোগদান ত্বরান্বিত করা যাবে না।

এ প্রসঙ্গে জেলনস্কি বলেন, ইইউতে সদস্য পদের জন্য প্রয়োজনীয় সকল শর্ত আমরা পূরণ করেছি। আশা করি যারা বিরোধিতা করছেন তারা তাদের মত পরিবর্তন করবেন।

সূত্র: বাসস