যমুনার পানি বিপদসীমা ছুঁই ছুঁই

যমুনার পানি বিপদসীমা ছুঁই ছুঁই

যমুনার পানি বিপদসীমা ছুঁই ছুঁই

সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে এখন বিপদসীমা ছুঁই ছুঁই করছে। নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকে পড়ছে। যমুনার বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। বন্যা-আতঙ্ক দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকার মানুষের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় শহরের হার্ডপয়েন্টে পানি ৪২ সেন্টিমিটার বেড়ে তা বিপদসীমার চার সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপকারী আব্দুল লতিফ শনিবার জানিয়েছেন।

তিনি জানান, আজকের মধ্যেই পানি বিপদসীমা অতিক্রম করবে এবং আগামী ২৪ জুন পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে অব্যাহতভাবে পানি বাড়ার ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে যমুনা তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের বাড়ি-ঘরে পানি উঠেছে। গবাদিপশু নিয়ে এসব এলাকার মানুষ কষ্টে সময় পার করছেন।

চলমান পরিস্থিতিতে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও এনায়েতপুর এলাকায় বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। চৌহালীর বিভিন্ন চরের বাড়িঘরে পানি ঢুকছে। কোনো কোনো স্থানে নদীর পার ভেঙ্গে ভয়াল অবস্থা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের জীবনে নেমে এসেছে ব্যাপক দুর্ভোগ।জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় তারা সার্বিক পদক্ষেপ গ্রহণ করেছেন।