পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ফুলগাজীর ৪ গ্রাম প্লাবিত

পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ফুলগাজীর ৪ গ্রাম প্লাবিত

ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজীর চার গ্রাম প্লাবিত হয়েছে।

সোমবার সকালে বাঁধ ভেঙে উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টায় পাহাড়ি ঢলে মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর অংশের একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ওই ইউনিয়নের উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, ঘনিয়ামোড়া ও বৈরাগপুর গ্রাম প্লাবিত হয়েছে।

ফুলগাজী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম বলেন, ‌পানির তোড়ে সকাল সাড়ে ৮টায় মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। এতে আমার ইউনিয়নের চারটি গ্রামে পানি প্রবেশ করেছে।