ইথিওপিয়ায় জাতিগত হামলায় অন্তত নিহত ২৩০

ইথিওপিয়ায় জাতিগত হামলায় অন্তত  নিহত ২৩০

ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে জাতিগত হামলায় অন্তত ২৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের বেশির ভাগই আমহারা জাতিগত গ্রুপের সদস্য। হামলার জন্য ওরোমো লিবারেশন আর্মিকে (ওএলএ) দায়ী করা হচ্ছে।

দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহতের সংখ্যঅ ২৩০-এর বেশি হবে। ওরোমিয়ার আঞ্চলিক সরকার হামলার কথা স্বীকার করলেও হতাহতের কোনো সংখ্যা দেননি। এ ব্যাপারে আদ্দিস আবাবার কেন্দ্রীয় সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গিমবি কাউন্টির অধিবাসী আবদুল-সাইদ তাহির বার্তা সংস্থা এপিকে বলেন, আমি ২৩০টি লাশ গুণেছি। আমার জীবনে বেসামরিক নাগরিকদের ওপর এর চেয়ে ভয়াবহ হামলা আর দেখিনি। তিনি অল্পের জন্য শনিবারের হামলা থেকে রক্ষা পেয়েছেন।

আল জাজিরা