৭ দিনের মধ্যে শ্রীলংকায় নতুন প্রেসিডেন্ট

৭ দিনের মধ্যে শ্রীলংকায় নতুন প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

বহু জল্পনা কল্পনা শেষে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত হলো। আগামী সাত দিনের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটিতে।

শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগপত্র গৃহীত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবিবর্ধনে। খবর এনডিটিভির।

স্পিকার বলেন, গোতাবায়া পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার থেকে তার পদত্যাগ গৃহীত হয়েছে।