আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বৃহস্পতিবার ছিল সর্বনিম্ন এ দাম।সেদিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হয়েছে ৮৩.৮১ ডলারে। যদিও শুক্রবার তা কিছুটা বেড়ে হয় ৯৪.৯২ ডলার।

পরিসংখ্যান অনুসারে, আগের শুক্রবারের তুলনায় এই শুক্রবার দাম কমে ১১ শতাংশ। অপরদিকে মার্কিন ওয়েস্ট ট্যাক্সাস ইন্টারমেডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম কমেছে ৮ শতাংশ। খবর রয়টার্স ও ইকোনোমিক টাইমসের।

বাজারসংশ্লিষ্টদের একাংশের দাবি, মূলত আমেরিকা-ইউরোপে মন্দার আশঙ্কায় চাহিদা কমতে পারে বলে ধারণা। তাই দাম কমছে। অনেকের মতে, আমেরিকায় জ্বালানির মজুত ভান্ডার প্রত্যাশার তুলনায় বেশি হওয়া অন্যতম একটি কারণ। তবে বাংলাদেশের মতো তেলের আমদানিনির্ভর দেশের কাছে এটা সুখবর।