বঙ্গবন্ধুর স্মরণে ইবিতে শোকর‌্যালি

বঙ্গবন্ধুর স্মরণে ইবিতে শোকর‌্যালি

বঙ্গবন্ধুর স্মরণে ইবিতে শোকর‌্যালি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল পৌনে দশটায় দিবসটি উপলক্ষে শোকর‌্যালি বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মিলিত হয়।

উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের নেতৃত্বে উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সহ অন্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ, হল ও সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ ও শাখা ছাত্রলীগ। প্রায় তিন’শ অসহায়ের মাঝে খাবার বিতরণ করেন তারা