ডি পল-ডি মারিয়ার অপেক্ষায় স্কালোনি

ডি পল-ডি মারিয়ার অপেক্ষায় স্কালোনি

সংগৃহীত

আনহেল দি মারিয়া অনুশীলনে যোগ দিয়েছেন। রদ্রিগো ডি পলও উড়িয়ে দিয়েছেন চোট শঙ্কার খবর। তারপরও পরের ম্যাচে এই দুইজনের খেলা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। 

তিনি জানিয়েছেন ‘গতকাল আমরা রুদ্ধদ্বার অনুশীলন করেছি। আমি জানি না, আপনারা কীভাবে জানলেন রদ্রিগোর কোনো সমস্যা থাকতে পারে। তারা যদি ভালো অনুভব করে, এরপর আজকের অনুশীলনে আমরা দেখব তারা দলে থাকবে কিনা।’

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

স্কালোনি বলেছেন,‘সে (ডি পল) গতকাল অনুশীলন করেছে। দি মারিয়াও গতকাল অনুশীলনে ছিল। ম্যাচে যারা ছিল মাঝে মধ্যে তারা পুরোপুরি অনুশীলন করে না। আজকে আমরা দেখব, তারা খেলতে পারবে নাকি না। গণমাধ্যমে যে সব খবর আসে সেগুলো বোঝা খুব কঠিন।’ 

এনিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে দেখা হতে যাচ্ছে ডাচ ও আলবিসেলেস্তেদের। আগের পাঁচ দেখায় দুটি ম্যাচ জিতেছে নেদারল্যান্ডস, একটিতে আর্জেন্টিনা। সবশেষ মুখোমুখি হয় ২০১৪ আসরে সেমি-ফাইনাল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে জেতে আর্জেন্টিনা।