লাইনচ্যুত বগি উদ্ধার, ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

লাইনচ্যুত বগি উদ্ধার, ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

সংগৃহীত

প্রায় আড়াই ঘণ্টা পর ময়মনসিংহে ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছ। এতে করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল সকাল ১০টা ০৫ মিনিটে বগিটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী নাসিরাবাদ ৩৮ ডাউন ট্রেনের একটি বগি কেওয়াটখালী এলাকায় লাইনচ্যুত হয়

লোকোসেডের ইনচার্জ মো: আবদুর রহিম জানান, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। সকাল ১০ টার পরপরই বড়িটি উদ্ধার করা হয়েছে।