ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

সংগৃহীত

সাংবাদিকতার নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।

শনিবার (১ এপ্রিল) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করে। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে বেশ যানজট তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেওয়া হবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে।

তারা জানান, কিছু গণমাধ্যম হলুদ সাংবাদিকতার মাধ্যমে দেশবিরোধী চক্রান্ত করে আসছে। তাদের এ চক্রান্ত আমরা মেনে নেব না। আমরা চাই দেশে সুস্থ সাংবাদিকতার প্রসার ঘটুক।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এটি ছাত্রলীগের আন্দোলন কি না, জানতে চাইলে ঢাবির আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, আজকে আমাদের অবস্থান কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। আজ আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এর আগে সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।