ফরিদপুরে গণপিটুনিতে আহত হাজতির মৃত্যু

ফরিদপুরে গণপিটুনিতে আহত হাজতির মৃত্যু

সংগৃহীত

ফরিদপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনির তিন দিন পর আহত এক হাজতির মৃত্যু হয়েছে । সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকায় বিকালে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়। নিহত ব্যক্তি হলেন রিপন শেখ (৩৫). তিনি মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের চান শেখে ছেলে।

ফরিদপুর কারাগারের জেল সুপার তায়েবউদ্দিন মিয়া জানিয়েছেন, রিপন আদালতের মাধ্যমে কারাগারে আসার পর গত ১৮ জুন আবার অসুস্থ হলে তাকে মেডিকেল কলেজে পাঠানো হয় ।

তার বিরুদ্ধে সদর উপজেলার জোয়ারের মোড় এলাকায় গত ৯ জুন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার নামে কতোয়ালি থানায় মামলা হয়েছে। রিপন ৯জুন থেকে ১৩ জুন পর্যন্ত চিকিৎসাধীন ছিল ফরিদপুর মেডিকেল কলেজে।

তিনি বলেন, ১৮ জুন সন্ধ্যায় রিপন হঠাৎ অসুস্থ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এবং সেখানেই তার মৃত্যু হয়। আমরা তার লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

হাজতির মৃত্যু প্রসঙ্গে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন সরকার জানান, রিপন গণপিটুনিতে আহত হওয়ার পর পুলিশ তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করে।

এরপর তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ঘটনায় মামলা দায়ের করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল।