তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা ছুঁই ছুঁই

তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা ছুঁই ছুঁই

ফাইল ছবি

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। তবে আবারও বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তা নদীর পানি। ইতোমধ্যে পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

বুধবার (২১ জুন) ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার রাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে।

জানা গেছে, বুধবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড হয়ে ৫২ দশমিক ১০ সেন্টিমিটার, যা বিপৎসীমার দশমিক ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ৬টায় পানি বিপৎসীমার দশমিক ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর তিন ঘণ্টা পর সকাল ৯টার দিকে পানি দশমিক ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার দশমিক ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার (২০ জুন) থেকে প্রবাহ স্বাভাবিক হলেও বুধবার (২১ জুন) বুধবার সকালে ফের তিস্তার পানি বেড়েছে।