পিক্সেল ট্যাবলেট ডকের দাম তুলনামূলক কম হওয়ার কারণ

পিক্সেল ট্যাবলেট ডকের দাম তুলনামূলক কম হওয়ার কারণ

সংগৃহীত

পিক্সেল ট্যাবলেটের সঙ্গে একটি চার্জিং ডক আসে। এই চার্জিং ডকের সঙ্গে স্পিকারও আছে। এই চমৎকার ফিচার থাকার পরও ডকের দাম অনেক কম। এত কম হওয়ার পেছনেও কারণ আছে। এই ডকে ওয়াওফাই বা ব্লুটুথের মতো ওয়ারলেস কানেক্টিভিটি নেই। 

মূলত এই একটি কারণে এই ডকের দাম কম। সম্ভবত গুগল তাদের নেস্টের মতো পণ্য বানাতে চেয়েছিল। 

অনেকে ভাবছেন তাহলে ডক কার্যকর হবে না? গুগলের দাবি তারা ৬০টি ইটারেশন চুম্বক ব্যবহার করেছে। ফলে ডকে ট্যাবলেট এটাচড থাকবে ভালোভাবেই। চার্জ দিতে ঝামেলা হওয়ার কথা না। গুগল এও দাবি করছে, এই স্পিকার নেস্ট হাবের মতোই অডিও আউটপুট দেবে। তাই গান শোনার ক্ষেত্রে কোনো ছাড় আপনাকে দিতে হচ্ছে না। ট্যাবের পাশাপাশি একটা স্পিকার পাওয়া নিঃসন্দেহে ইতিবাচক। তবে দাম কমাতে গিয়ে ওয়ারলেস কানেক্টিভিটিতে তাদের কাটসাট করতে হয়েছে। 

সূত্র: গুগল নাইন টু ফাইভ