পুলিশের গুলিতে তরুণের নিহতের জেড়ে উত্তাল ফ্রান্সে কারফিউ জারি

পুলিশের গুলিতে তরুণের নিহতের জেড়ে উত্তাল ফ্রান্সে কারফিউ জারি

সংগৃহীত

পুলিশের গুলিতে এক তরুণের নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠা ফ্রান্সে বিক্ষোভ দমনে কারফিউ জারি করেছে প্রশাসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জুন) রাত ৯টা থেকে ৩ জুলাই পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে ক্লামার্ট শহর কর্তৃপক্ষ।

এদিকে, এ ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন দেশটির আইন কর্মকর্তারা।

ট্রাফিক আইন ভঙ্গের জন্য ফরাসি পুলিশ উত্তর আফ্রিকান বংশোদ্ভূত ওই তরুণকে গত মঙ্গলবার গুলি করে হত্যা করার পর এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এদিকে, বৃহস্পতিবার বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

পুলিশ প্রথমে জানিয়েছিল, পুলিশের এক অফিসারকে লক্ষ্য করে গাড়ি চালিয়ে দিয়েছিল ১৭ বছর বয়সী এক তরুণ। তাকে থামানোর জন্য গুলি চালানো হয়।

কিন্তু পরে সামাজিক মাধ্যমে প্রচুর ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা যায়, গাড়ি থেমে আছে। দুই পুলিশকর্মী ওই গাড়ির পাশে। একজন রিভলভার তাক করে আছে। একটা গলার আওয়াজ ভেসে আসে, মাথায় গুলি করব। গাড়ি নিয়ে ওই তরুণ পালাতে গেলে পুলিশ গুলি চালায়। মারা যায় তরুণটি।

নাহেল নামের ওই তরুণ ছিল ডেলিভারি ড্রাইভার।

সূত্র : আলজাজিরা