চৌগাছার জগদীশপুর গ্রাম লকডাউন করলো প্রশাসন

চৌগাছার জগদীশপুর গ্রাম লকডাউন করলো প্রশাসন

ছবিঃ সংগ্রহীত


যশোরের চৌগাছার জগদীশপুর গ্রামকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউন ঘোষনা করেছে স্থানীয় প্রশাসন। গতকাল সন্ধ্যায় চৌগাছার এসিল্যান্ডের নেতৃত্বে সেনা ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে গ্রামটি লকডাউন করে দেয়া হয়।
চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,গত কয়েকদিনে গ্রামটিতে ঢাকা,নারায়নগঞ্জ সহ দেশের বেশকিছু স্থান থেকে কয়েকজন  এসে গ্রামটিতে অবস্থান করছে,এই  বিষয়টি জানার পর ওই গ্রামটি লকডাউন করা হয়েছে। তিনি আরও বলেন,রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে সেনা, পুলিশ ও আনছার সদস্যদের উপস্থিতিতে গ্রামের  প্রবেশের পথগুলিতে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয় এবং আগামী ২৬ এপ্রিল পর্যন্ত গ্রামের লোকজনকে বিশেষ প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।