নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জনের প্রাণহানি

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জনের প্রাণহানি

প্রতীকী ছবি।

নেপালের রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপাল নিউজ।

প্রতিবেদনে আরও বলা হয়, হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও পাঁচজন পর্যটক ছিলেন। তারা কোন দেশের নাগরিক তা এখনও স্পষ্ট নয়। তাদের কাঠমাণ্ডুতে নামার কথা ছিল। যদিও কাঠমাণ্ডু পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, পর্যটকরা সবাই মেক্সিকোর নাগরিক। আর পাইলটের নাম বাহাদুর গুরুং।

সংশ্লিষ্টরা জানান, সোলুখুম্বু জেলা থেকে কাঠমাণ্ডুর উদ্দেশ্যে উড়েছিল হেলিকপ্টারটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সকাল ১০টা নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সোলুখুম্বুর মুখ্য জেলা কর্মকর্তা ভট্ট রাই বলেন, লামজুরাপাসে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের মাধ্যমেই এ তথ্য পান তারা। এর আগে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধানে কাঠমান্ডু থেকে আরও একটি হেলিকপ্টার এবং নেপাল পুলিশের একটি দল মোতায়েন করা হয়েছিল।

জেলা পুলিশ সুপার দীপক শ্রেষ্ঠা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।