ভারতে আটকে পড়া ১৬৪ জন দেশে ফিরেছে

ভারতে আটকে পড়া ১৬৪ জন দেশে ফিরেছে

ছবিঃ সংগ্রহীত

ভারতে আটকে পড়া ১৬৪ জন বাংলাদেশিকে ইউএস বাংলার বিশেষ এক বিমানে করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ দূতাবাস সূত্র নিশ্চিত করেছেন যে ইউএস বাংলার বিশেষ বিমানে যাদের ফেরত নিয়ে যাওয়া হয়েছে তারা মূলত রোগী ও তাদের স্বজন যারা চিকিৎসার জন্য ভারতে গিয়ে লকডাউনের কারণে আটকে পড়েছিলেন।

এছাড়াও এই দলে রয়েছেন বাংলাদেশ থেকে ভারতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা।

এরা ভারতে এক মাসের ওপর আটকা পড়েছিলেন।

ভারতের চেন্নাই থেকে বিশেষ এই চাটার্ড ফ্লাইটটি ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিকেল নাগাদ। ইউএস বাংলার বরাতে জানা যায়, কলকাতা ও চেন্নাই থেকে ভারতে আটকে পড়া আরো বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। বিবিসি।