এশিয়া কাপের চূড়ান্ত সূচি দিল এসিসি

এশিয়া কাপের চূড়ান্ত সূচি দিল এসিসি

ফাইল ছবি

হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ। আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এসিসি। সূচি অনুযায়ী, ৩০ আগস্ট নেপালের বিপক্ষে মুলতানে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। 

বাংলাদেশ ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলবে। ক্যান্ডিতে রাখা হয়েছে ম্যাচটি। ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি হবে হাইভোল্টেজ ম্যাচে। ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রাখা হয়েছে বাংলাদেশের। যেটি হবে লাহোরে। 

ছয় দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। চার দল যাবে সুপার ফোরে। পয়েন্ট যাই হোক শেষ চারে গেলে পাকিস্তান এ১ এবং ভারত এ২ হিসেবে বিবেচিত হবে। একইভাবে শ্রীলঙ্কা বি১ এবং বাংলাদেশ বি২ হিসেবে বিবেচিত হবে। নেপাল বা আফগানিস্তান শেষ চারে উঠলে এ১-এ২ এবং বি১-বি২ এর স্থানে জায়গা পাবে।

এশিয়া কাপের সূচি: 

গ্রুপ ‘এ’: পাকিস্তান, ভারত, নেপাল

গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান

তারিখ                       দল                                 ভেন্যু

আগস্ট ৩০         পাকিস্তান-নেপাল                মুলতান

আগস্ট ৩১         বাংলাদেশ-শ্রীলঙ্কা                ক্যান্ডি 

সেপ্টেম্বর ২       পাকিস্তান-ভারত                  ক্যান্ডি

সেপ্টেম্বর ৩      বাংলাদেশ-আফগানিস্তান      লাহোর

সেপ্টেম্বর ৪       ভারত-নেপাল                       ক্যান্ডি

সেপ্টেম্বর ৫       শ্রীলঙ্কা-আফগানিস্তান         লাহোর

সুপার ফোর 

সেপ্টেম্বর ৬        এ১ বনাম বি২                           লাহোর

সেপ্টেম্বর ৯         বি১ বনাম বি২                          কলম্বো

সেপ্টেম্বর ১০       এ১ বনাম এ২                          কলম্বো

সেপ্টেম্বর ১২       এ২ বনাম বি১                          কলম্বো

সেপ্টেম্বর ১৪       এ১ বনাম বি১                           কলম্বো

সেপ্টেম্বর  ১৫       এ২ বনাম বি২                         কলম্বো

ফাইনাল ১৭ সেপ্টেম্বর কলম্বো।