গ্যাসসিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো একজনসহ মৃত্যু ৩ জন

গ্যাসসিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো একজনসহ মৃত্যু ৩ জন

প্রতিকী ছবি

পাবনাপ্রতিনিধি : পাবনার বেড়াউ পজেলার শেখ পাড়ায় বাসা বাড়িতে গ্যাসসিল্ডিার বিস্ফোরণের ঘটনায় আরো একজন মারা গেছেন। এনিয়ে এ ঘটনায় ৩ জনের মৃত্যু হলো। সোমবার ( ২০ এপ্রিল )রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত কালু শেখ (৪০)মৃত আবুল শেখের ছেলে। দগ্ধ ৬ জনের মধ্যে পিতা ও দু’পুত্রসহ তিন জন মারা গেলেন।

উল্লেখ্য, ১৬ এপ্রিল ওই বাড়িতে গ্যাস সিলিন্ডারে সংযোগ দেয়ার সময়ে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে আবুল শেখ  তার দু’ছেলে কালাম শেখ  ও কালু শেখ গ্যাস ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, প্রতিবেশি আলহাজ্ব  ও শিশু নিথি দগ্ধ হয়।

তাদেরকে বেড়া, বগুড়া ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্ভি করা হয়।   গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনেরা লাশ বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হয়েছে বলে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ জানিয়েছেন।