বগুড়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়া সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানিতে ডুবে জারিফ হাসান নামে দেড় বছরের একজন শিশুর মৃত্যু হয়েছে। জারিফ উপজেলার কাজলা ইউনিয়নের কুড়িপাড়া চরের জিয়াম মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে জারিফ ও তার বড়ভাই তানভিরকে নিয়ে তাদের মা রেশমা বেগম যমুনা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে রেশমা বেগম দেখেন তার বড় ছেলে প্রতিবন্ধী তানভির নৌকায় উঠতে গিয়ে পানিতে পরে গেছে। তখন তিনি জিয়ামকে তীরে রেখে তানভিরকে বাঁচতে যান। তানভিরকে উদ্ধার করার পর জারিফের নিকট এসে দেখেন সে আগের স্থানে নেই। পরে জারিফকে অনেক খোঁজাখুঁজির পর যমুনার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করেন। এরপর পরিবারের লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে সারিয়াকান্দি থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

বগুড়ার সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক আশরাফুল আলম বলেন, যমুনা নদীতে পানিতে ডুবে নিহত শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।