ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জহির উদ্দিন ওরফে বাবর (৫৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

জহির উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আল আমিন বলেন, কারাগারে সকালে জহির উদ্দিন অসুস্থ হয়ে পড়ে। কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বাবর কী মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে আমার জানা নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।