শিয়ালের কামড়ে আহত ৭

শিয়ালের কামড়ে আহত ৭

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে শিয়ালের কামড়ে ৭ জন আহত হয়েছেন। সকালে উপজেলার ঢুষপাড়া ও উধনপাড়া মাঠে শেয়ালের আক্রমণের এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসী একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলে। 

আহতরা হলেন, ঢুষপাড়া গ্রামের মাজদার রহমান (৫৫), আজিম উদ্দিন (৬০), মজিবুর রহমান (৬২), মনিরুজ্জামান (৩৭), রুবেল (৫০), উধনপাড়া গ্রামের রফিকুল (৩৫)  ও অমৃতপাড়া গ্রামের কলিম উদ্দিন (৪৫)।
শেয়ালের কামড়ে আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুপুর পর্যন্ত শেয়ালের আক্রমনে ৩ গ্রামের ৭ জন আহত হয়েছে। এদিকে শিয়ালের কামড়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় ঢুষপাড়া, রহিমপুর, আকবরপুর উধনপাড়া, অমৃতপাড়া ও পাইকপাড়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুরুজ্জামান শামীম বলেন, শিয়ালের কামড়ে আহত ৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্কের ভ্যাকসিন এর প্রথম ডোজ দিয়ে পরবর্তী ৪টি ধাপে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।