ডেঙ্গু প্রতিরোধে ছাদবাগানের জন্য গাইডলাইন

ডেঙ্গু প্রতিরোধে ছাদবাগানের জন্য গাইডলাইন

ফাইল ছবি

ছাদবাগানকারীদের জন্য গাইডলাইন তৈরি করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে এই গাইডলাইন প্রস্তুতিতে ইতোমধ্যে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন। এতে তিনি জানান- ডিএনসিসির সচিবকে সভাপতি ও উপপ্রধান রাজস্ব কর্মকর্তাকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সব সদস্যের এই বিষয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে বলেও জানান মাসুদ আলম ছিদ্দিক। কমিটিতে সদস্য হিসেবে আছেন- ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মমর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা, সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ, স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, শাইখ সিরাজ মনোনীত আরেক ব্যক্তি, ডিএনসিসি উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক প্রোগ্রামার।