ঘরোয়া পদ্ধতিতে ত্বকের উজ্জ্বলতা ফেরাবেন যেভাবে

ঘরোয়া পদ্ধতিতে ত্বকের উজ্জ্বলতা ফেরাবেন যেভাবে

ফাইল ছবি

শীতকাল মানেই বিয়ে এবং উৎসবের মৌসুম। প্রায় রোজই কোনো না কোনো দাওয়াত থাকবে। আর দাওয়াত মানেই সাজগোজ-মেকআপ। তবে ত্বকে মেকআপ ভালো মতো বসাতে হলে প্রয়োজন উজ্জ্বলতা। কিন্তু ধুলাবালি আর সান বার্নের জন্য ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় অনেকের।

পার্লারে গেলেই ব্যয় হবে হাজার হাজার টাকা। সেই ক্ষেত্রে কম খরচে হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণ ব্যবহারে ফিরিয়ে আনতে পারেন ত্বকের উজ্জ্বলতা। তৈরি করতে হবে একটি সাধারণ কিন্তু কার্যকরি ফেসপ্যাক।

তৈরি প্রণালী

মুগ ডাল, ওটস, সবুজ মুগ ডাল, মুসুর ডাল, মৌরি এই সবগুলিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিন। এর মধ্যে মিশিয়ে দিন চন্দনের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিন। চাইলে এর সঙ্গে যোগ করতে পারেন কাঁচা দুধ, গেলাপ জল বা রোস ওয়াটার, টক দইও। প্রতিদিন গোসলের আগে এই প্যাক ব্যবহার করলে ত্বক থেকে মৃত কোষ এবং রোদে পোড়া ভাব দুই-ই দূর হবে।