ডেঙ্গু আক্রান্ত সুনীল ছেত্রীর অন্তঃসত্ত্বা স্ত্রী

ডেঙ্গু আক্রান্ত সুনীল ছেত্রীর অন্তঃসত্ত্বা স্ত্রী

সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর স্ত্রী সোনম ভট্টাচার্য। বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

জানা গেছে, সোনম অন্তঃসত্ত্বা। আর সেই কারণেই তাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত সোনমের অক্সিজেনের মাত্রা সোমবার অনেক কম ছিল। সেই কারণেই তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। আগস্ট মাসেই তার সন্তানের জন্ম হওয়ার কথা। আর সেটি নিয়েই উদ্বেগে ছিলেন অনেকে। তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানিয়েছেন- তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি ভালো আছেন।

গত কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছেন সোনম। তিনি অন্তঃসত্ত্বা অবস্থাতেই ভারতের ম্যাচ দেখতে মাঠে যেতেন। ইন্টারকন্টিনেন্টাল কাপে গোল করে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান সুনীল। জার্সির ভিতরে পেটের কাছে বল রেখে তিনি সেলিব্রেট করেন এবং অভিনব কায়দায় এই কথা জানান। এরপর থেকেই সুনীল এবং সোনম আলোচনায়। এর মধ্যেই ডেঙ্গু সংক্রমণের খবর একটু হলেও দুশ্চিন্তায় রেখেছে তাদের অনুরাগীদের। সূত্র: হিন্দুস্তান টাইমস