ঈশ্বরদীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

ঈশ্বরদীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

ছবিঃ সংগ্রহীত

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জ্বর, গলাব্যথাও বমি নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি শনিবার (২ মে ) করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মহানগর খ্রিষ্টিয়ান মিশনারী  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি  ঈশ্বরদী উপজেলার বাবুপাড়া এলাকায়। তার স্বামী একজন ব্যবসায়ী।

করোনা পরীক্ষার জন্য তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। রাতে বিশেষ ব্যবস্থায় তার দাফন দেয়া হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসমা খানম জানান, ৩৮ বছর বয়সী ঐ গৃহবধূ কয়েকদিন ধরে জ্বর,  গলা ব্যথা ও বমিতে ভুগছিলেন। শুক্রবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে তাকে  দ্রæত রাজশাহীতে স্থানান্তর করা হয়।

রাজশাহী মহানগর খ্রিষ্টিয়ান মিশনারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শনিবার দুপুরের পর তার মৃত্যু হয়।