ইউক্রেনকে জি-টুয়েন্টি সম্মেলনে আমন্ত্রণ জানায়নি ভারত

ইউক্রেনকে জি-টুয়েন্টি সম্মেলনে আমন্ত্রণ জানায়নি ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর

আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন।

আসন্ন এই সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে যে জল্পনা ছিল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্যের মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে গেল। 

সেপ্টেম্বরের ওই শীর্ষ সম্মেলনে বিশ্বের ২০টি শিল্পোন্নত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে রাশিয়াও রয়েছে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আসন্ন এ সম্মেলনে জি-টুয়েন্টিভুক্ত দেশগুলোর বাইরে স্পেন, বাংলাদেশ, নাইজেরিয়া, মরিশাস, মিশর, নেদারল্যান্ড, ওমান, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হয়েছে।”

জয়শঙ্কর বলেন, “শীর্ষ সম্মেলনে মূলত প্রবৃদ্ধি এবং উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যুদ্ধ ও সংঘাতের মতো সমস্যাগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচিত হওয়া উচিত।”

তিনি জানান, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময় ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।” 

সূত্র: তাসস্পুটনিকইএফই