আবারও বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম, ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীসহ নগরবাসী

আবারও বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম, ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীসহ নগরবাসী

ছবিঃ সংগৃহীত।

২৬ আগস্ট দিবাগত রাত থেকে সারারাত বৃষ্টিতে ফের ডুবলো বন্দরনগরী চট্টগ্রাম। এতে ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীসহ নগরবাসী।

হাঁটু সমান পানি আগ্রাবাদ-হালিশহরসহ বিভিন্ন নিচু এলাকায়। সড়কে পানি জমায় দেখা দিয়েছে যানবাহন সংকট। এতে পরীক্ষা দিতে বেরিয়ে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। সাথে তাদের অভিভাবকরাও। অনেকে হেঁটেই পৌঁছায় কেন্দ্রে। পাশাপাশি সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষও। সবার প্রশ্ন, জলাবদ্ধতার এই ভোগান্তি শেষ হবে কবে?

এর আগে, নজিরবিহীন জলাবদ্ধতার কারণে পিছিয়ে দেয়া হয়েছিল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা।

এদিকে ষোলশহরে ভারি বৃষ্টিতে পাহাড় ধসে বাবা ও শিশু কন্যা নিহত হয়েছে। আহত হয়েছে দু’জন।