বান্দরবানের আলীকদমে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

বান্দরবানের আলীকদমে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

ছবিঃ সংগৃহীত।

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ২৪ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ সময় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২৯ আগস্ট) ভোররাতে মালিকবিহীন ১১ হাজার প্যাকেট বিদেশি সিগারেট পরিত্যক্ত অবস্থায় নয়াপাড়া ইউনিয়নের ঠাণ্ডাঝিরি এলাকায় ৫৭ ব্যাটালিয়ন ও পুলিশ উদ্ধার করেন বলে নিশ্চিত করেন আলীকদম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আকিব জাভেদ।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টহলদল নয়াপাড়া ইউনিয়নের ঠাণ্ডাঝিরি নামক স্থানে একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন অবস্থায় ১১ হাজার প্যাকেট বিদেশি অরিস সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেট ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। জব্দ করা সিগারেটের বাজার মূল্য ৩৩ লাখ টাকা।