এশিয়া কাপ শুরুর ঠিক আগ মূহুর্তে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

এশিয়া কাপ শুরুর ঠিক আগ মূহুর্তে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

ফাইল ছবি।

আগামীকাল বুধবার (৩০ আগস্ট) মুলতানে স্বাগতিক পাকিস্তান ও নেপাল ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের পর্দা উঠবে।

টুর্নামেন্টের ১৬তম আসর শুরুর আগেই হট ফেভারিট ভারতীয় শিবিরে দু:সংবাদ। চোটের কারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও নেপাল সাথে ম্যাচের আগেই ভারতীয় শিবির থেকে ছিটকে গেলেন তারকা ওপেনার লোকেশ রাহুল।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেন, চোট থেকে সেরে উঠতে লোকেশ রাহুল বেশ পরিশ্রম করেছে। দলের সঙ্গে এই সপ্তাহে ভালোভাবে অনুশীলন করেছে সে। তবে এখনো খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত নয়। পাকিস্তান ও নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের দুটো ম্যাচে আমরা তাকে পাচ্ছি না।

আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ মিশন। ৪ সেপ্টেম্বর গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেপাল।