ইবিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইবিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইবিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘দুর্নীতি রোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগে দুর্নীতি বিরোধী আন্তঃশিক্ষাবর্ষ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এটি অনুষ্ঠিত হয়। বিতর্কে দুইটি পর্বে বিভাগের চারটি শিক্ষাবর্ষ অংশগ্রহণ করে। প্রথম পর্বে বিতর্কের বিষয় ছিল ‘শুধু আইন নয়, জনসচেতনতাই দুর্নীতি দমনের প্রধান উপায়’। এতে সরকারি দলের বিতার্কিক হিসেবে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সুলাইমান তালুকদার (প্রধানমন্ত্রী), খাদিজা লতা (মন্ত্রী) ও রায়হান বিশ্বাস (সাংসদ) অংশগ্রহণ করেন।

অপরদিকে বিরোধী দলের বিতার্কিক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের নাজমুল করিম (বিরোধী দলীয় নেতা), গোলাম রাব্বানী মিজান (বিরোধী দলীয় উপনেতা) ও সুমাইয়া দিনা (বিরোধী দলীয় সাংসদ) অংশগ্রহণ করেন। এতে বিরোধী দল হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দল বিজয় অর্জন করে।

এদিকে, ২০২০-২১ শিক্ষাবর্ষের দল অনুপস্থিত থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম পর্বে বিজয়ী হয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিতর্কের বিষয় ছিল ‘প্রতিকার নয়, প্রতিরোধই দুর্নীতি দমনের কার্যকরী উপায়’। এতে প্রথম পর্বে বিজয়ী দুইটি দল অংশ নেয়। এসময় সরকারী দলের বিতার্কিক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দল অংশগ্রহণ করেন। অপরদিকে বিরোধী দল হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সরকার মিলাদুজ্জামান (বিরোধী দলীয় নেতা), মেজবাউল আলম (বিরোধী দলীয় উপনেতা) ও কামাল হোসেন (বিরোধী দলীয় সাংসদ) অংশগ্রহণ করেন।

এতে সরকারি দল হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দল বিজয় অর্জন করে। বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। স্পিকারের দায়িত্ব পালন করেন বিভাগের অধ্যাপক ড. রেহেনা পারভিন। বিচারক হিসেবে ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা, অধ্যাপক ড. নূরুন নাহার ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান ছিলেন।

এছাড়া সময় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহবুবা মোহিনী। সরকারি দলের প্রধানমন্ত্রী নাজমুল করিম শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। চূড়ান্ত বিতর্কে সরকারি দল হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দলকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।