লোহাগড়ায় বরকত হত্যা মামলা : ২ জন আটক

লোহাগড়ায় বরকত হত্যা মামলা : ২ জন আটক

ছবিঃ সংগৃহীত।

নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতুড়ি ও লাঠির আঘাতে নিহত এস এম বরকত আলী হত্যা মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোর রাতে নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।

নিহত এস এম বরকত আলী ওরফে সাহেব (৬৫) লোহাগড়া উপজেলার দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার মৃত আলফু শেখের ছেলে। পেশায় তিনি একজন দলিল লেখক।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন যায়যায়দিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন-লোহাগড়া উপজেলার দক্ষিণ পাংখারচর গ্রামের হেমায়েত ওরফে রুনু মোল্যার ছেলে হামিম মোল্যা (২২) এবং একই গ্রামের মৃত-আয়নাল মোল্যার ছেলে ইমরান মোল্যা (২৪)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে বরকত আলীর সাথে একই গ্রামের কেরামত মোল্লার জমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য পাংখারচর চৌরাস্তায় এক শালিসী সভা চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কটাকাটি জের ধরে নেপাল ও রকির নেতৃত্বে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে বরকত আলীকে হত্যা করে। স্থানীয় লোকজন তাকে দ্রুত লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওসি মো.নাসির উদ্দিন বলেন, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।