ঘোড়াঘাটে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংগৃহিত ছবি।

দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কৃষ্ণরামপুর যুব সমাজের আয়োজনে কৃষ্ণরামপুর মাটিয়াল পাড়া করতোয়া নদী পাড়ে এ ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন প্রমুখ।

আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় নদীর দু'পাড়ে নারী পুরুষ ও শিশু সহ হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন। এতে বিভিন্ন এলাকার ৮টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের সূর্যের আলো ও চাঁদের আলো নৌকা খেলার ফাইনাল রাউন্ডে খেলে সূর্যের আলো নৌকা ১ম স্থান অধিকার করে।

শেষে অতিথিরা বিজয়ী ১ম স্থান অধিকারী দলের হাতে একটি গরু ও ২য় স্থান অধিকারী দলের হাতে একটি খাসি উপহার হিসেবে তুলে দেন।