১৪ বছর পর ফের বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর

১৪ বছর পর ফের বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর

সংগৃহীত

ব্যবধান এক যুগেরও বেশি! ১৪ বছর পর ফের বাংলা সিনেমায় বলিউড অভিনেত্রী তথা সাইফ আলি খানের মা শর্মিলা ঠাকুর। ওপার বাংলার পরিচালক সুমন ঘোষের নতুন সিনেমা ‘পুরাতন’-এ অভিনয় করবেন তিনি। এটি প্রযোজনা করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

বাংলা সিনেমা থেকেই শর্মিলার উত্থান। পরবর্তীকালে দাপিয়ে অভিনয় করেন বলিউডে। পশ্চিমবাংলার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল তার। গত ১৪ বছরে অভিনয় করেননি একটি সিনেমাতেও!

সেই শর্মিলাকেই এবার টালিগঞ্জে ফেরালেন জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা। সম্প্রতি তিনি ‘পুরাতন’ সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা করেন কলকাতা শহরের এক পাঁচতারকা হোটেলে। সেখানে শর্মিলা ঠাকুরও উপস্থিত ছিলেন। সঙ্গে অন্য কলাকুশলীরাও।

বাংলায় শর্মিলা ঠাকুরের শেষ সিনেমা ‘অন্তহীন’। অভিনেত্রী বলেন, ‘ঋতুপর্ণা আর পরিচালক সুমনের সঙ্গে আমার ভালো সম্পর্ক। মা মেয়ের গল্প। স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছে।’

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আগামী ৮ ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিনে ঋতুপর্ণা প্রযোজিত, সুমন ঘোষ পরিচালিত ‘পুরাতন’ সিনেমাটির শুটিং শুরু হবে। যদিও শুটিং লোকেশন এখনো চূড়ান্ত হয়নি। আপাতত চিত্রনাট্য় নিয়ে ঘষামাজা চলছে।