রাশিয়া সফরে ড্রোন ও নিরাপত্তা পোশাক উপহার পেলেন উত্তর কোরীয় নেতা

রাশিয়া সফরে ড্রোন ও নিরাপত্তা পোশাক উপহার পেলেন উত্তর কোরীয় নেতা

রাশিয়া সফরে ড্রোন ও নিরাপত্তা পোশাক উপহার পেলেন উত্তর কোরীয় নেতা

রাশিয়া সফরের উপহার হিসেবে দেশটির স্থানীয় গভর্নরের কাছ থেকে ছয়টি ড্রোন ও একটি বুলেটপ্রুফ পোশাক উপহার পেলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জিম জং উন।সফরকালে শনিবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সাথে ভ্লাদিভস্তকে সাক্ষাৎ করেন উন। সেখানে তিনি হাইপারসনিক মিসাইল সিস্টেমসহ স্টেট-অফ-দি-আর্ট অস্ত্র সরঞ্জাম পর্যবেক্ষণ করেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, উত্তর কোরীয় নেতা পাঁচটি কামিকাজ ড্রোন (বিস্ফোরকবাহী ড্রোন) ও একটি ‘জেরান-২৫’ অনুসন্ধানী ড্রোন গ্রহণ করেছেন।ওই প্রতিবেদনে আরো জানানো হয়, প্রিমোরিয়া অঞ্চলের (চীন ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী এলাকা) গভর্নর কিমকে এক সেট বুলেটপ্রুপ নিরাপত্তা সরঞ্জাম উপহার দিয়েছেন। সেইসাথে উপহার দিয়েছেন থার্মাল ক্যামেরা চোখও ফাঁকি দিতে সক্ষম বিশেষ কাপড়।

রোববার কিম তার রাশিয়া সফর শেষ করেন। তিনি বিশেষ ট্রেনে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভ্লাদিভোস্তক বন্দরের উত্তরে অবস্থিত আর্টিওম শহরে গিয়েছিলেন। রাশিয়ার সরকারি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।একটি ভিডিওতে দেখা যায়, কিমের উপস্থিতিতে উত্তর কোরিয়া ও রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে।কিম রাশিয়ায় ছয় দিন অবস্থান করেন। আর এ সময়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সূত্র : আলজাজিরা