এশিয়া কাপে অষ্টমবারের চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপে অষ্টমবারের চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপে অষ্টমবারের চ্যাম্পিয়ন ভারত

দুই দল মিলে খেললো মোটে ২১.৩ ওভার, তাতেই নিষ্পত্তি শিরোপার। ১০ উইকেটের বড় জয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন ভারত। সুবাদে এশিয়া কাপে আধিপত্য ধরে রাখলো ভারত। এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করলো তারা। এই নিয়ে তাদের শিরোপা সংখ্যা ৮।

অবশ্য শিরোপার নিষ্পত্তি হয়ে গিয়েছিল মোহাম্মদ সিরাজের এক ওভারেই। এক ওভারে চার উইকেট তুলে নিয়ে ধসিয়ে দেন লঙ্কানদের। এরপর উইকেট আরো দুটো। সব মিলিয়ে মাত্র ২১ রানে ৬ উইকেট নেন তিনি। লঙ্কানদের দৌড় থামে ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে।

ফাইনালের উত্তেজনা এক ওভারেই শেষ করে দেন মোহাম্মদ সিরাজ। এরপর বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। ইশান কিশান ও শুভমান গিল মিলে অনায়াসেই তা নিশ্চিত করেন। ২৬৩ বল বাকি থাকতেই। গিল ১৭ বলে ২২ ও ইশান অপরাজিত থাক্রন ১৯ বলে ২৭ রানে।