বরিশালে শেবাচিম হাসপাতালে আগুন

বরিশালে শেবাচিম হাসপাতালে আগুন

প্রতীকী ছবি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের দ্বিতীয় তলার এক্সরে বিভাগে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১০টার দিকে এক্সরে বিভাগের করিডোরে এই ঘটনা ঘটে।

আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে রোগী ও স্বজনরা। এ সময় অনেকেই দৌড়ে হাসপাতালের বাহিরে চলে যান। যদিও ফায়ার সার্ভিস খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে অধিক গুরুত্ব বিবেচনায় দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের সদস্যরা ঘটনাস্থলে এসে এক্সরে বিভাগের করিডোরে একটি বৈদ্যুতিক (ডিপি) বোর্ডে আগুন জ্বলতে দেখে এক্সটিংগুইসার ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলি। তবে পরে আবার আগুন জ্বলে উঠে এবং সেটিও নেভানো হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক কোনো গোলযোগ থেকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।