রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে যুবক হত্যার ঘটনায় এক ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে যুবক হত্যার ঘটনায় এক ছিনতাইকারী গ্রেফতার

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ছিনতাইকারী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম জানান, ২৬ সেপ্টেম্বর রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরে বিএনএস সেন্টারের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন দেলোয়ার হোসেন (৩০) ও তার ছোট ভাই আনোয়ার হোসেন (২৭)। ছুরিকাঘাতে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় বুধবার বিকেলে নিহত দেলোয়ার হোসেনের বাবা আলাউদ্দিন মণ্ডল বাদী হয়ে উত্তরা পশ্চিম থানা একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়। ঘটনার পর থেকেই উত্তরা পশ্চিম থানা পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় উত্তরা দক্ষিণ খান এলাকা থেকে প্রধান আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।