স্কটল্যান্ডে খালিস্তানিদের বিক্ষোভের মুখে ভারতীয় হাই কমিশনার

স্কটল্যান্ডে খালিস্তানিদের বিক্ষোভের মুখে ভারতীয় হাই কমিশনার

স্কটল্যান্ডে খালিস্তানিদের বিক্ষোভের মুখে ভারতীয় হাই কমিশনার

কানাডার পরে এবার স্কটল্যান্ডে খালিস্তানপন্থীদের বিক্ষোভ শুরু হয়েছে। স্কটল্যান্ডের একটি গুরুদ্ধারে প্রবেশের সময় ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীকে বাধা দিয়েছে খালিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর বিক্ষোভকারীরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুরাইস্বামীকে স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে প্রবেশ করতে বাধার মুখে পড়তে হয় বলে জানিয়েছে ব্রিটেনের ভারতীয় হাই কমিশন সূত্র।সূত্র জানায়, ভারতীয় হাই কমিশনারকে গুরুদ্বার পরিচালন সমিতির কয়েকজন সদস্য জানায় যে তিনি ‘স্বাগত নন’।এ ঘট্নার জন্য ‘শিখস ফর জাস্টিস’ সমর্থকদের দায়ী করছে ভারতীয় হাই কমিশন।

খালিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জরের খুনের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিবৃতির পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছে। এই আবহে স্কটল্যান্ডের ঘটনায় পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রে জানা গেছে, আলবার্ট ড্রাইভে গ্লাসগো গুরুদ্বার কমিটির সাথে বৈঠকের জন্য গিয়ে খালিস্তানপন্থীদের বিক্ষোভের মুখে পড়তে হয় ব্রিটেনের ভারতীয় হাই কমিশনারকে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা