অবসরের ইঙ্গিত দিলেন বাটলার

অবসরের ইঙ্গিত দিলেন বাটলার

ছবি : সংগৃহীত

চলছে বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনা। আগামী ৫ অক্টোবর উঠছে টুর্নামেন্টের পর্দা। এরই মাঝে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের কণ্ঠে অবসরের সুর।

শনিবার গৌহাটিতে প্রস্তুতি ম্যাচ ছিল বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশ দলটির। যদিও বৃষ্টির কারণে বল মাঠে গড়ানো সম্ভব হয়নি। তবে এদিনই ইংল্যান্ড দলপতি বাটলার ওয়ানডে ক্রিকেট থেকে দ্রুতই অবসরের চিন্তার কথা বলেছেন। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান।

তিনি বলেন, ‘৩৩ বছর বয়স হলো। কিন্তু আশা করছি ইংল্যান্ডের হয়ে আরও কিছুদিন খেলব। কারণ, দেশের হয়ে খেলার থেকে বড় গর্ব কিছুতে থাকে না। আমি চেষ্টা করব খেলা চালিয়ে যাওয়ার। তবে তার জন্য নিজের ফিটনেস আরও ভাল রাখতে হবে।’

তিনটি ফরম্যাটেই সমান তালে খেলতে পারবেন না- সেটা জানেন বাটলার। সংক্ষিপ্ত ফরম্যাটের তুমুল চাহিদার এই সময়ে একই জোয়ারে নিজেকেও ভাসাতে চান এই তারকা ক্রিকেটার। আর তাই তো ভাবছেন ওয়ানডে ফরম্যাট ছেড়ে দেওয়ার কথা, ‘সব ফরম্যাট খেলতে পারব কিনা জানি না। এখন টি-টোয়েন্টি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। তাই টি-টোয়েন্টি চালিয়ে যাব। তবে তার জন্য একদিনের ক্রিকেট থেকে সরতে হতে পারে। এখনই কিছু ভাবছি না। পরিস্থিতি যেমন হবে তেমন সিদ্ধান্ত নেব।’